এখানে নিত্য দিন
যায় আর আসে
শীতের উত্তুরে হাওয়া
বয়ে নিয়ে যায়
জীবনের সব রঙ,সব আলো,
থাকে শুধু অন্ধকার
সমস্ত দিনের শেষে।
অনুভূতিগুলো হারায়
তাদের ভাষা।
বাসন কোসনের তলায়
লেগে থাকা
কালির মতো বিলীন
হয় নোনা জলে,
শুধু বেঁচে থাকে
হৃদগহীনের ভালোবাসা।
বেঁচে থাকে ভালোবাসার
সুমিষ্ট সুবাস।
পুরনো ভাতের পরিচিত
গন্ধের মতো
লেগে থাকে ঠোঁটে,
গালে, বুকে, চিবুকে,
ভালোবাসার গন্ধ
কখনো হয়না পরবাস।
হাতে রাখা হাতের
অচ্ছেদ্য বন্ধন।
বেঁচে থাকে গোপনে
মজ্জার ভিতরে,
কাছে– দূরে ভালোবাসা
যেখানেই থাকুক
বেজে ওঠে হদয়ের
কম্পিত স্পন্দন।