বৃদ্ধকে হাতুড়ি পেটা করার সময় দুই যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় এক বৃদ্ধকে হাতুড়ি পেটা করার সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) বিকালে শহরের বার্মিজ মার্কেট এলাকার মল্লিকা কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধ জসিমউদ্দিন (৬৮) কক্সবাজার সদরের খুরুশকুলের লমাজি পাড়া এলাকার বাসিন্দা। আটক যুবক আল আমিন ও তার সহোদর লাল মিয়া একই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, খুরুশকুলের লামাজি পাড়ায় বাড়ির সীমানা নিয়ে বৃদ্ধ জসিম উদ্দিনের সাথে প্রতিবেশী আল আমিনের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে বার্মিজ মার্কেট এলাকায় আল আমিন ও তার সহোদর লাল মিয়া অতর্কিত অবস্থায় হাতুড়ি দিয়ে বৃদ্ধ জসিম উদ্দিনকে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং হামলাকারী দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি রাকিবুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধশীতার্ত মানুষের সাহায্য করা বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের নৈতিক দায়িত্ব
পরবর্তী নিবন্ধবাঁকখালীতে ভাসমান অবস্থায় রোহিঙ্গা কিশোরের মরদেহ