ক্রেতা সেজে অভিযান, ১২ কচ্ছপসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

নগরীর লালদীঘির পশ্চিম পাড়ের প্যারাগন হোটেলের সামনে থেকে ১২টি কচ্ছপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কক্সবাজারের মহেশকালীর কালামারছড়া এলাকার আদেশ বড়ুয়া ও রিপু বড়ুয়া। গতকাল দুপুরে ক্রেতা সেজে এ দুজনকে গ্রেপ্তার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম সদর রেঞ্জের একটি টিম।

সদর রেঞ্জের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে ১২টি কচ্ছপ উদ্ধার করেছি। কচ্ছপগুলো সুন্দি কাছিম প্রজাতির।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৪ () এবং ৪১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। গ্রেপ্তার পরবর্তী দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে মো. ইসমাইল হোসেন বলেন, মামলার পর আসামিদের বন আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি উদ্ধারকৃত কচ্ছপগুলোকে প্রকৃতিতে ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমমতার মৎস্য ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পেলেন ১০ গবেষক