বিএনপিকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যাকে নিয়ে আপনারা (বিএনপি) আমাদের কত রঙ দেখালেন, কত জাদুই বা দেখালেন, সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব, তিনি (সরকারকে) অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবেন? কাকে নিয়ে ‘এটা করবেন, ওটা করবেন?’ গতকাল বুধবার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভায় বক্তব্য রাখছিলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘এখন স্বপ্ন দেখছেন কখন ‘বিশাল নিষেধাজ্ঞা’– কখন ভিসা নীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে।’ খবর বিডিনিউজের।
বিএনপিকে কর্মসূচির দিকে না যাওয়ার পরামর্শও উঠে আসে কাদেরের বক্তব্যে। তিনি বলেন, “পাঁচ বছরের মধ্যে আর উল্টোপাল্টা বলে কোনো লাভ নেই। অপেক্ষা করতে হবে। পাঁচ বছর পর আবার ১০ ডিসেম্বর, আবার ২৮ অক্টোবরের অপেক্ষা করুন। নির্বাচনের ট্রেন বন্ধ হয়ে গেছে, পাঁচ বছর পর আবার চালু হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এটা কি পাতানো নির্বাচন ছিল? পৃথিবীর নামিদামি গণতান্ত্রিক দেশগুলো ‘বাংলাদেশের এ নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে’– এ কথা বলে প্রশংসা করে কেন? আমাদের আশেপাশে কেউ বাকি নেই। পাকিস্তানের হাইকমিশন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।’ ‘পাতানো প্রতিদ্বন্দ্বিতা’র নির্বাচন বলে মূল্যায়ন করা টিআইবির বক্তব্যেরও জবাব দেন কাদের। তিনি বলেন, ‘নির্বাচন পাতানো ছিল না। নামিদামি দেশ পর্যবেক্ষণ করেছে। নির্বাচনের পর বিভিন্ন দেশ অভিনন্দন জানালো কেন? প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। বিরোধী দল নির্বাচন বয়কট করায় নতুন রণকৌশল নিতে হয়েছে। জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে রণকৌশল নিতে হয়েছে, যার সোনালি ফসল ঘরে তুলেছি। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।’