হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর ১১৮তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে হিফজুল কোরআন প্রতিযোগিতা, তাসাউফ সংলাপ, বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে গত সোমবার অনুষ্ঠিত হয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও দারুল ইরফান শিক্ষা পরিবার সমাবেশ। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের উদ্যোগে অনুষ্ঠানে অতিথি ছিলেন, খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, চবি আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, মিশরের বাইতুল মোহাম্মদীর কোরআন একাডেমির চিফ ইন্সট্রাক্টর শায়খ শিহাব মাবরুখ ও আল আজহার ইনস্টিটিউটের ফরেন এডমিশন বিভাগের প্রধান শায়খ মোহাম্মদ মাহমুদ আসসাহাত।
শিক্ষা উৎসব বিজ্ঞান বক্তৃতা ও বিজ্ঞান অলিম্পিয়াড গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। অতিথি ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এএসএম বোরহান উদ্দীন, চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরওয়ার, চট্টগ্রাম সরকারি টিচার্স কলেজের অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির ও লেখক ও গবেষক জিয়াউল হক, ফুলকলির মহাব্যবস্থাপক এম এ সবুর, সিআইইউর ইংরেজি বিভাগের প্রধান কাযী মো. সাইফুল আসফিয়া। শিক্ষার্থীদের নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করতে ও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাইজভাণ্ডারী ফাউন্ডেশন, ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ ও আহসানিয়া মিশনের সহযোগিতায় গতকাল বুধবার অনুষ্ঠিত হয় এথিকস অলিম্পিয়াড।
সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান বক্তৃতা প্রদান করেন ইউকেস্থ একাডেমী ২১ এর চেয়ারম্যান জিয়াউল হক। অতিথি ছিলেন চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরওয়ার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোরশেদ, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লুৎফুর নাহার। প্রেস বিজ্ঞপ্তি।