সৈয়দ সুলতান আহমদ শাহ্ (ক🙂 আল্ কাদেরী’র ৪৩তম বার্ষিক ওরশ শরীফ নগরীর উত্তর আগ্রাবাদ চারিয়া পাড়া আস্তানায়ে আমির ভাণ্ডার আল মাইজভাণ্ডারীয়ায় আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওরশে প্রধান অতিথি থাকবেন– শাহ্ সুফি সৈয়দ ফখরুদ্দিন শাহ্ (ম.)। আখেরী মোনাজাত পরিচালনা করবেন –ছৈয়দ সালামত আলী আমেরী। ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে– সকাল ১০টায় খতমে কোরআন ও খতেম গাউছিয়া, দুপুর ১২টায় রওজা শরীফ গোসল ও গিলাপ চড়ানো, বাদে আসর হতে এশা পর্যন্ত খতমে বোখারী শরীফ, মিলাদ মাহফিল, ছেমা–কাওয়ালী মাহফিল ও আখেরী মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।