আর ডায়ালাইসিস করাতে যাবেন না সেই মোস্তাকিমের মা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেপ্তার হয়ে আলোচিত মো. মোস্তাকিমের মা নাসরিন আক্তার আর নেই।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর ৫টায় নগরীর অক্সিজেনস্থ নাগরিক হাসপাতালে চিকিসৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করে মো. মোস্তাকিম আজাদীকে জানান, আজ ডায়ালাইসিস করার দিন ছিল আম্মার। কিন্তু তার আর ডায়ালাইসিস করা হলো না। আম্মাকে ফটিকছড়ি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ জোহর নামাজের পর আমার বাবার প্রতিষ্ঠিত সিদ্দিকে আকবর নাজেরিয়া মাদরাসায় জানাজা শেষে তাকে আব্বুর কবরের পাশে দাফন করা হবে।

প্রসঙ্গত, মোস্তাকিমের মা নাসরিন আক্তার কিডনি রোগী ছিলেন। তিনি নিয়মিত চমেক হাসপাতালে ডায়ালাইসিস করাতেন। গত বছরের শুরুতে চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধি করা হয়। এর প্রতিবাদে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা আন্দোলনে নামেন।

তখন পুলিশের হাতে গ্রেফতার হয়ে আলোচনায় আসেন মোস্তাকিম।

পূর্ববর্তী নিবন্ধসকাল সকাল বাঁশখালীর হাসপাতাল পরিদর্শনে এম‌পি, আসেনি ডাক্তার-নার্স কেউ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় রাতের আঁধারে কমিউনিটি ক্লিনিকে চুরি