প্রিমিয়ার ইউনিভার্সিটির স্প্রিং সেশন–২০২৪–এর অনার্স ভর্তি পরীক্ষা জিইসি মোড়স্থ ক্যাম্পাস ও দামপাড়াস্থ ভবনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগ, ইংরেজি বিভাগ, স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, আইন বিভাগ, অর্থনীতি বিভাগ, গণিত বিভাগ ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তিচ্ছু ছাত্র–ছাত্রীরা। উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, উপ–উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ পরীক্ষা হল পরিদর্শন করেন। উল্লেখ্য, এই পরীক্ষার পরেও ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।










