কোনো অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে শীতের অনুভূতি বাড়তে থাকে। গতকাল সোমবার নগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে এদিন নগরে শীত অনুভূতি ছিল বেশি। এর সঙ্গে বাতাস এবং কুয়াশা থাকায় শীতের মাত্রা আরো বেড়ে যায়। পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কেমন থাকবে আজকের আবহাওয়া : গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সাথে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে আভ্যন্তরীণ নৌ চলাচল, বিমান চলাচল ও সড়ক যোগাযোগ ব্যাঘাত সৃষ্টি হতে পারে। রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।