অভিযোগ অনুসন্ধানে সুমনকে পক্ষভুক্ত করার নির্দেশ

এস আলমের ‘অর্থপাচার’

| মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:০২ পূর্বাহ্ণ

এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অনুসন্ধান সম্পর্কিত বিষয়বস্তুর ওপর সব পক্ষকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতেও আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। খবর বিডিনিউজের।

এস আলমের বিরুদ্ধে অনুসন্ধানে হাই কোর্টের দেওয়া আদেশ বাতিলে লিভ টু আপিলের শুনানিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়।

মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও ফারজানা পারভীনের পক্ষে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি, কামরুল হক সিদ্দিকী, আহসানুল করিম, সাঈদ আহমেদ রাজা ও নাহিদা সুলতানা যুথী। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

এস আলমের ‘আলাদিনের চেরাগ’ শিরোনামে আলোচিত খবরটি হাই কোর্টের নজরে এনেছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সুমনকে পক্ষভুক্ত না করে হাই কোর্টের আদেশ বাতিল চেয়ে লিভ টু আপিল করা হয়।

খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘এস আলমের অর্থপাচার বিষয়ে অনুসন্ধানের মামলায় ব্যারিস্টার সুমনকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে অনুসন্ধানের ওপর স্থিতাবস্থার আদেশ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।’

গত বছরের ৪ অগাস্ট দ্য ডেইলি স্টার পত্রিকায় এস আলমের বিদেশে অর্থ স্থানান্তর নিয়ে ‘এস আলম’স আলাদিন’স ল্যাম্প’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। দুদিন পর ৬ অগাস্ট ওই প্রতিবেদনের বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সুমন। ওই দিনই এ বিষয়ে শুনানি নিয়ে হাই কোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দেয়।

হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে এস আলম ও ফারজানার আবেদনের শুনানি নিয়ে গত ২৩ অগাস্ট চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বিষয়টির ওপর ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থার আদেশ দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধআকাশে ড্রোন ঘুড়ি লেজার রশ্মি নয় : আইএসপিআর
পরবর্তী নিবন্ধপঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার