লায়নিজমকে সুসংহত ও বেগবান করে মানবিক কার্যক্রম

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় এম এ মালেক

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

লায়নিজমে ‘আমি’ নয়, ‘আমরা’ই মুখ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুদীর্ঘ শতাব্দীকালেরও অধিক সময় ধরে লায়ন ও লিও সদস্যরা সুবিধাবঞ্চিত কমভাগ্যবান মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বিশেষ বোর্ড সভায় প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর ফোরামের চেয়ারম্যান এম এ মালেক এ বক্তব্য রাখেন।

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট বাবুল কান্তি লালার সভাপতিত্বে ও সেক্রেটারি ইসমাইল চৌধুরীর পরিচালনায় গত শনিবার লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বিশেষ বোর্ড সভা চিটাগং ক্লাব লিমিটেডের ফ্যামিলি ডাইনিংয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী দিনে জেলার নেতৃত্ব প্রদানের জন্য ক্লাবের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন জেলা গভর্নর প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিনহার পুত্র তিন দশকেরও অধিককাল সময় লিওলায়ন কার্যক্রমে ওতোপ্রোতভাবে জড়িত থাকা প্রাক্তন লিও ক্লাব সভাপতি, প্রাক্তন লায়ন্স ক্লাব সভাপতি এবং লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন রাজিব সিনহার নাম প্রস্তাব করেন। সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন নাজমুল হক চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার রাজিব সিনহা, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার মোঃ মোসলেহউদ্দিন খান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার গোপালকৃষ্ণ লালা, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন ডাঃ মেসবাহউদ্দিন তুহিন এবং লিও ক্লাবস এডভাইজার নিশাত ইমরান। বোর্ড সভায় আগামী ২০ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারাস্থ বারখাইনে অনুষ্ঠিতব্য দিনব্যাপী লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের স্বাস্থ্যসেবা ক্যাম্পের বিস্তারিত পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়ে আলোকপাত করা হয়। বোর্ড সভায় অংশ নেন রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার তপন কান্তি দত্ত, লায়ন্স সার্ভিস কমপ্লেঙের চেয়ারম্যান ডাঃ গোপাল ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারপার্সন এস কে পালিত, রিজিয়ন চেয়ারপার্সন সাধন কুমার ধর, কনসার্ন জোন চেয়ারপার্সন মোহাম্মদ আবদুর রব শাহীন, সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি এম সোহেল খান, ক্লাবের ভাইস প্রেসিডেন্টবৃন্দের মধ্যে রেবেকা নাসরিন, ওয়াহিদ মালেক, নাজমুল শাকের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আইয়ুব, ট্রেজারার বাসুদেব সিনহা, জয়েন্ট ট্রেজারার সারাহ তানভি, ক্লাব ডিরেক্টর শামসুল হক সরকার, মহাদেব ঘোষ, অনুপম মজুমদার এবং ক্লাবের সদস্য প্রখ্যাত টিভি উপস্থাপিকা পারিহা আকতার লিমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেললাইনের ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো পাথরে ঢেকে দেওয়া হলো
পরবর্তী নিবন্ধকলকাতায় বুবলীর প্রথম ‘ফ্ল্যাশব্যাক’