তিনি বিসিবি সভাপতি। সমপ্রতি পেলেন ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও। একই সঙ্গে এখন দুই দায়িত্বে নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, শিগগিরই বিসিবি সভাপতির দায়িত্ব ছেড়ে দেবেন। দেশের ক্রিকেটে আলোচনায় কে হবেন পাপনের উত্তরসূরী। গত শুক্রবার আবুধাবি টি–টেন লিগের দল বাংলা টাইগার্স বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এখনও পেশাদার ক্রিকেট চালিয়ে যাওয়া অলরাউন্ডার সাকিব আবার তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়কও। তবে ভবিষ্যতে সুযোগ পেলে যে বিসিবি সভাপতির দায়িত্ব নেবেন, সেই সাক্ষাৎকারে বেশ উৎসাহের সাথে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘বিসিবি সভাপতি হতে পারলে ভালোই লাগবে। বাকিটা জানি না। কখনো যদি এই সুযোগ আসে আমি হাতছাড়া করব না।’ তবে সাকিব চাইলেও এখন দায়িত্ব নেওয়া সম্ভব না। কারণ তাকে আগে বিসিবি পরিচালক হতে হবে। এর বাইরেও এই অলরাউন্ডার নিজেই জানিয়েছেন, এখনও আরও দুই–তিন বছর খেলা চালিয়ে যাবেন তিনি। তবে সুযোগ পেলে খেলার মাঠের মতো সভাপতির দায়িত্বেও সেরা হবেন বলে বিশ্বাস সাকিবের। তিনি বলেন, ‘(বর্তমান সভাপতি নাজমুল হাসান) পাপন ভাই এতদিনে অনেক কিছু করে ফেলেছেন। তার এই অর্জনকে ছোট করে দেখার উপায় নেই। আমি বিশ্বাস করি, আমি যদি সভাপতি হই, তখন বাংলাদেশের ইতিহাসে সেরা বিসিবি সভাপতি হব।’ ‘এটা আমার বিশ্বাস। সভাপতির পদ পাই, না পাই সেটা পরের কথা। চিন্তাই যদি না থাকে সেরা হওয়ার, সেরা কাজটা কীভাবে করব?’