চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ আয়োজিত মেয়র কাপ অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে শুভসূচনা করেছে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ)। গতকাল শনিবার বাকলিয়াস্থ সিটি কর্পোরেশন স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম গ্রুপ লিগ ম্যাচে সিসিএ ৮৪ রানের বড় ব্যবধানে শাইনিং ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে সিসিএ ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। সিসিএ’র সুমন ৭৪ ও ওয়াকি ৫৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শাইনিং ক্রিকেট অ্যাকাডেমি ৯৬ রানে অলআউট হয়ে যায়। তাদের তামজিদ (১৯) ছাড়া আর কেউ দু’অংকের রান করতে পারেনি। সিসিএ’র ওয়াকি ২৭ রানে, সুমন ৭ রানে, ইলহাম ১৩ রানে ও জয় ২১ রানে দু’টি করে উইকেট পান। বিজয়ী দলের সুমনের হাতে ম্যাচসেরার পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু)।
দিনের অপর ম্যাচে জুনিয়র ক্রিকেট ট্রেনিং অ্যাকাডেমি মাত্র ২ রানে হারায় উদীয়মান ক্রিকেট অ্যাকাডেমিকে। প্রথমে ব্যাট করে জুনিয়র ক্রিকেট ট্রেনিং অ্যাকাডেমি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। জবাবে উদীয়মান ক্রিকেট অ্যাকাডেমি ১০৪ রান করতে সমর্থ হয়। মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট পাওয়া বিজয়ী দলের সায়েম ম্যান অব দি ম্যাচ হন। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু)।