সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আজ রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নামবে স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি। গত মৌসুমটা রিয়ালের জন্য খুব একটা সুখকর ছিল না। জিততে পেরেছিল তারা কেবল কোপা দেল রে ট্রফি। তবে, সেই হতাশা পেছনে ফেলে আবারও পুরনো রূপে নিজেদের মেলে ধরেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে কেবল একটি ম্যাচই হেরেছে দলটি, সেটাও সেই সেপ্টেম্বের। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২০ ম্যাচে অপরাজিত রিয়াল, জিতেছে সবশেষ ছয় ম্যাচে। বার্সেলোনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগে রিয়াদ মাদ্রিদ কোচ আনচেলত্তি বলেন, অন্য সব ম্যাচের মতোই এখানে জয়ের জন্য মরিয়া তার দল। বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসও প্রতিপক্ষের প্রশংসা করতে কার্পন্য করেননি। তবে লড়াইটা যখন এক ম্যাচের আর প্রতিদ্বন্দ্বিতাটা এই মানের দুই দলের, তখন সম্ভাবনার দৌড়ে কাউকে ফেভারিট দেখেন না তিনি।