নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ১০:০৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পরে মো. সামির () নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড হাজী হাফিজুর রহমান সওদাগরের (নানার বাড়ি) বাড়িতে এ ঘটনা ঘটে। সামির চরণদ্বীপ ২ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার মো. লোকমানের ছেলে। সে আল্লামা অছিয়র রহমান একাডেমিতে দ্বিতীয় শ্রেণিতে পাশ করে এবার তৃতীয় শ্রেণীতে উঠেছে। কিন্তু তৃতীয় শ্রেণিতে আর পড়া হলো না তাঁর।

মো. সামিরের বাবা মো. লোকমান বলেন, গত বৃহস্পতিবার আমার স্ত্রী রুমা আক্তারসহ আমার ছেলে তাঁর নানার বাড়ি বেড়াতে যায়। শনিবার দুপুরে নানার বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে সে পানিতে ডুবে যায়। পরে অন্য ছেলেরা টের পেয়ে তাঁকে উদ্ধার করে এবং স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমার এক ছেলে এক মেয়ের মধ্যে সামির ছোট। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চরণদ্বীপ ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নেজাম উদ্দীন। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. সামিরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায়। সন্তান হারানোর শোক সইতে পারছেন না সামিরের মাবাবা। স্বজনেরা কিছুতেই এমন মৃত্যু মানতে পারছে না।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই সড়কে বিপজ্জনক ৭ বাঁক যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা
পরবর্তী নিবন্ধলক্ষ্যে পৌঁছাতে পড়াশোনায় মনোযোগী হওয়া প্রয়োজন