চকরিয়ায় প্রথমবারের মতো ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী নিহত

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক প্রতিবন্ধী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ সময় তার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আজ রবিবার ভোরে ফজরের নামাজ শেষে রেল লাইনের ওপর হাটতে গিয়ে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত ব্যক্তির নাম শাহ আলম প্রকাশ বোবা শাহ আলম। তিনি একজন বাক প্রতিবন্ধী। তার বাড়ি বরইতলী ইউনিয়নের পশ্চিম পাড়ায়। তবে তার বাবার নাম পাওয়া যায়নি।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য হারবাং ফাঁড়ির পুলিশকে অকুঃস্থলে পাঠানো হয়েছে। প্রথমবারের মতো ট্রেনে কাটা পড়ে চকরিয়ায় কোনো মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিইউসিবিএ ইভিনিং এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা