পটিয়া আমির ভাণ্ডার দরবারের ওরশ কাল

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৪ পূর্বাহ্ণ

গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ (.) মাইজভাণ্ডারীর অন্যতম খলিফা আমিরুল আউলিয়া হযরত মাওলানা ছৈয়দ আমিরুজ্জামান (.) এর বার্ষিক ওরশ কাল সোমবার গাউছে আমির ভাণ্ডার আশেকান পরিষদের ব্যবস্থাপনায় আমির ভাণ্ডার দরবারে অনুষ্ঠিত হবে। ওরশ শরীফে কর্মসূচির মধ্যে রয়েছেখতমে কোরআন, মিলাদ মাহফিল, জিয়ারত, তাবারুক বিতরণ ও আখেরী মোনাজাত।

ওরশে সকল উপস্থিত হওয়ার জন্য গাউছিয়া আরিম মনজিলের সাজ্জাদানশীন মুহাম্মদ ফরিদুল আবছার আমির ভাণ্ডারী (মা.) সকলকে বিশেষভাবে আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ ইসমাইল
পরবর্তী নিবন্ধঢাকায় বস্তিতে আগুন, দু’জনের মরদেহ উদ্ধার