কাউকে সন্দেহ করার দিন আজ

আজাদী অনলাইন | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১:২৪ অপরাহ্ণ

যুক্তি আর প্রমাণ ছাড়া কাউকে বিশ্বাস করা পাপ বলে যারা মানেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষ একটি গুরুত্ব বহন করছে। কারণ আজ আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস।

চোখ বন্ধ করে অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করা মোটেও ভালো কথা নয়। বরং বুদ্ধি- বিবেচনা কাজে লাগিয়ে তথ্য যাচাই করাই বুদ্ধিমানের কাজ।

আপনি কি জানেন, বিশ্বে এ পর্যন্ত যত কিছু আবিষ্কার হয়েছে, তার সবই বিজ্ঞানীদের সন্দেহের ফল। তাই সন্দেহ করা মোটেও কোনো খারাপ বিষয় নয়। বরং তা সঠিক তথ্য জানার একটি বিশেষ উপায়।

অনেকে মনে করেন, বিশ্বাস আর সন্দেহ সম্পূর্ণ দুটি আলাদা বিষয়। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে ভাবুন তো, আপনি যদি আপনার কোনো কাছের মানুষকে বিশ্বাস করেন, তবে সন্দেহ করার প্রবণতা কিন্তু তাকে নিয়েই তৈরি হবে।

যে আপনার কাছের কেউ নয়, তাকে নিয়ে কিন্তু কখনই আপনার সন্দেহ করার প্রবণতা থাকবে না। এ বিষয়ে সাইকোলাজিস্ট ও মনোবিদরা বলছেন, আপনার সন্দেহ সে বিষয়টি নিয়ে শুরু হয়, যে বিষয়টি আপনি জীবনে বেশি গুরুত্ব দেন।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাটে সড়কের পাশেই ময়লার স্তুপ, চরম বিপাকে পথচারীরা
পরবর্তী নিবন্ধবন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ