চরঘেরা ও বেহুন্দী জাল জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১০:০০ পূর্বাহ্ণ

কুমিরা ঘাট, সন্দ্বীপ চ্যানেলে গতকাল শুক্রবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার মিটারের চরঘেরা জাল এবং ৯টি বেহুন্দী জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌপুলিশের যৌথ অভিযানে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মো. আবদুস ছাত্তার, উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম খালেদ।

পূর্ববর্তী নিবন্ধনগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধবাগীশিক চান্দগাঁও থানা সংসদের বার্ষিক সাধারণ সভা