বাগীশিক চান্দগাঁও থানা সংসদের বার্ষিক সাধারণ সভা

| শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

বাগীশিক চান্দগাঁও থানা সংসদের বার্ষিক সাধারণ সভা দক্ষিণা কালী মন্দির গীতা শিক্ষালয়ের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাতৃ সম্মেলন বাগীশিক চান্দগাঁও থানা সংসদের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে মধ্যম মোহরা ব্রাক্ষণপাড়া কালী মন্দিরের হল রুমে গতকাল অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন অত্র গীতা স্কুলের শিক্ষার্থীরা। আশির্বাদক ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তপন কান্তি ধর। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক চান্দগাঁও থানা সংসদের উপদেষ্টা ব্যাংকার ত্রিদীপ ভট্টাচার্য্য। প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা আশুতোষ সরকার।

মহান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, বাংলাদেশ মানবধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসাধারণ সম্পাদক প্রদীপ দত্ত কনক, সমাজসেবক লায়ন প্রদীপ চৌধুরী টিংকু। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহসাংগঠনিক সম্পাদক মনতোষ শীল। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সহসাধারণ সম্পাদক রিটন সূত্রধর, সহসাংগঠনিক সম্পাদক অনিল আচার্য্য, গীতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শিক্ষক সুকুমার নাথ বিএসসি, নির্বাহী সদস্য প্রকৌশল নিহার দত্ত, কোতোয়ালী থানা সংসদের সাবেক সভাপতি অঞ্জন দে, বাকলিয়া থানা সংসদের নির্বাহী সদস্য জনি পাল, চান্দগাঁও থানা সংসদের সিনিয়র সহসভাপতি দেবাশীষ রঞ্জন সুশীল, সহসভাপতি শুভজিৎ দত্ত, সমীরণ দাশ।

সংগঠনের সহসাধারণ সম্পাদক সুমন ভট্টাচার্যের সঞ্চালনায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক ইটু কুমার সেন। আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক অঞ্জন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচরঘেরা ও বেহুন্দী জাল জব্দ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শীতকালীন সবজির বাম্পার ফলন