এতিম ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মধ্যম মোহরায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সালামের তত্ত্বাবধানে মোহরা এটিএস ক্লিনিক প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সিটি যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সহায়তায় এতে উপস্থিত ছিলেন সিটি যুব রেড ক্রিসেন্টের দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় উপপ্রধান সাদেক কবির রামীম, যুব স্বেচ্ছাসেবক রিমন দে সুপ্রজিত, জয় জিসয়, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।

গাউছিয়া আজিজিয়া যুব সংঘ : দেশের ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান গাউছিয়া আজিজিয়া যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় অদ্য বুধবার বাদে যোহর চট্টগ্রাম কোতোয়ালি পুরাতন টিএনটি রোডস্থ খানেকায়ে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়া খানকা শরীফে অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শাহাজাদা আবু রায়হান মুহাম্মদ গোলাম মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহসুফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযতুলহাজ আল্লামা মুফতি হারুর রশিদ চৌধুরী ও অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ। সভা শেষে প্রধান অতিথি অসহায় দরিদ্র ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন। এতে গাউছিয়া আজিজিয়া যুব সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধনীদের উচিত দেশের এতিম ও অসহায়ের পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করা। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট : চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন ট্রাস্ট চেয়ারম্যান সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী। ট্রাস্টের নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্ট ভাইস চেয়ারম্যান ডা. শাহানা বেগম, পরিচালক মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী, পরিচালক মোহাম্মদ হারুন শেঠ, প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, এ এইচ এম কফিল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. মাহতাব উদ্দিন, প্রফেসর মো. আবুল হাসান, এম.. সবুর। উপস্থিত ছিলেন সাহেদুল হাসান, জয়নুল আবেদীন চৌধুরী, আ ন ম আব্দুস শাকুর, মো. আইউব আলী, ইনসাফি হান্না, মো. শহিদুল ইসলাম, এম.. রহীম। উল্লেখ্য, নগরীর দেওয়ানবাজার, ফিরিঙ্গীবাজার, হালিশহর, নাসিরাবাদ, বাকলিয়া, পাঁচলাইশ, দক্ষিণ খুলশী, বহদ্দারহাট, কর্ণেলহাট, চন্দনপুরা ছাড়াও হাটহাজারীর মাদার্শা, ফটিকছড়ির দৌলতপুর, ধর্মপুর, বাঁশখালীর ছনুয়া ও চাম্বলশেখের খিল, আনোয়ারার বৈরাগ, গুয়াপঞ্চক, পটিয়ার শোভনদন্ডী এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও রাজশাহী সদরের পান্নাপাড়া ও রংপুর সদরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পটিয়া কেলিশহর : পটিয়া প্রতিনিধি জানান, কেলিশহরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় তিনি এসব কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য উত্তম দাশ, পুলক দেবসহ স্থানীয় নেতৃবৃন্দ। কম্বল বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ডা. তিমির বলেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারার আনন্দই আলাদা। তাদের সুখে দু:খে পাশে দাঁড়িয়ে তাদের খোজখবর রাখাই প্রকৃত ধর্ম। গ্রামগঞ্চের শীতার্ত এসব অসহায় মানুষের এগিয়ে আসা প্রত্যেক ব্যক্তির সামাজিক ও নৈতিক দায়িত্ব।

পূর্ববর্তী নিবন্ধসেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধচবি পরিবহন পুলে যুক্ত হলো বাস ও মাইক্রোবাস