পদুয়া রেঞ্জের আওতাধীন বড়দুয়ারা বনবিট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করেছে বনবিভাগ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিটের নুরানি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে এসব অবৈধ কাঠ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশদ। তিনি জানান, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির গোল কাঠ মজুদ রাখার খবরে অভিযান পরিচালনা করা হয়। এই সময় আনুমানিক ৮০ ঘনফুট কাঠ জব্দ করে বিট অফিস হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় বন আইনে মামলা রুজু করা হবে। অভিযানে বড়দুয়ারা বিট কাম স্টেশনের কর্মকর্তা ও পদুয়া রেঞ্জের বনকর্মীরা উপস্থিত ছিলেন।