শপথ নিলেন শেখ হাসিনা

| বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ৮:১১ অপরাহ্ণ

নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের মাধ্যমে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এরমধ্য দিয়ে পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতাহাস গড়লেন তিনি।

সন্ধ্যার পর শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে শপথ নিতে বিকেলের পর থেকে একে একে ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী গাড়ি নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন।

এই শপথের মধ্যে দিয়েই টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ।

এর আগে দুপুরে ৩৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎ সীতাকুণ্ডের এমপি মামুনের 
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মাটি কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা