দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের দিন ‘ফাইনাল খেলা’ শেষ হয়ে গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই, সামনে কেবলই অন্ধকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে গতকাল বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
ওবায়দুল কাদের বলেন, খেলা শেষ, ফাইনাল হয়ে গেছে। ৭ জানুয়ারি কী হল? বিএনপি একটা ভুয়া দল, এদের আন্দোলন ভুয়া, এদের কর্মসূচি ভুয়া, ওদের ২৮ দফা ভুয়া, এক দফা ভুয়া, ওদের ‘বাইডেনের উপদেষ্টা’ ভুয়া, ওদের নেতা তারেক ভুয়া। আসল ভুয়া ডাক দেয় লন্ডন থেকে, কেউ শোনে না। তাদের বর্তমান ভুয়া, তাদের আর কোনো ভবিষ্যৎ নেই, শুধু অন্ধকার। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
ওবায়দুল কাদের বলেন, এখন নতুন খেলা। এখন খেলা রাজনীতির খেলা, নির্বাচনের খেলা শেষ ৫ বছরের জন্য। এখন খেলা হবে সামপ্রদায়িকতার বিরুদ্ধে, খেলা জঙ্গিবাদের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাট, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং পরে তাকে হত্যার কথা তুলে ধরে এই আওয়ামী লীগ নেতা বলেন, কে বলে বঙ্গবন্ধু তুমি নেই? তুমি আছ বাংলার কৃষকের লাঙ্গলের ফলায়, শ্রমিকের হাতুরির গায়তিতে, তুমি আছ বাংলার মাঝি মাল্লার ভাটিয়ালি গানে।