অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার ও ওয়ানডে অধিনায়ক স্মিথ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

ডেভিড ওয়ার্নার টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ায় তার জায়গায় ওপেনার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্টিভ স্মিথ। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ওপেন করতে দেখা যাবে তাকে। একইসঙ্গে অজিদের ওয়ানডে দলের নেতৃত্বও থাকবে তার কাঁধে। গতকাল বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, প্রথম টেস্টে ব্যাটিং ওপেন করছেন স্মিথ। যদিও অনেকেই বলেছিলেন, স্মিথ চার নম্বরেই সেরা। কিন্তু শেষ পর্যন্ত স্মিথের ইচ্ছাকেই গুরুত্ব দিলেন নির্বাচকরা। স্মিথের ছেড়ে দেওয়া চার নম্বরে ব্যাট করবেন ক্যামেরন গ্রিন। এদিকে টেস্টের পর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে এই সিরিজে বিশ্রামে রাখা হবে। তাই স্মিথের কাঁধেই যাচ্ছে নেতৃত্বভার।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের ফাইনালে চট্টগ্রাম একাডেমি
পরবর্তী নিবন্ধভারতের বিপক্ষে ছিটকে গেলেন রশিদ খান