তোমাকে প্রার্থনায় চাই, চাই দৈনন্দিন জীবনে,
তোমাকে পেলে, এগিয়ে যেতে পারি বহুদূর।
মিলিয়ে দিতে পারি বহুদিনের পুরনো হিসেব নিকেশ
বৃষ্টির স্বপ্ন আঁকতে পারি মেঘের আকাশে,
হৃদয়ের যতো না বলা কথা হয়ে ওঠে রবীন্দ্র সংগীত, তোমাকে পেলে
তুমি আমার জীবন রেলগাড়ি আমার যে ওঠার বড়ো তাড়া
আমি জানি তুমি আমাকে নামিয়ে দেবে ঠিক স্টেশনে
পৌঁছে দেবে খ্যাতির চূড়ান্তে
তোমারই প্রিয় কবিতার শহরে।