১৪ প্রতারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জাল-জালিয়াতি করে কোম্পানি গঠন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

বয়স্ক এক আমেরিকা প্রবাসীর নাম ব্যবহার করে কোম্পানি গঠন, ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ গ্রহণ, ফ্ল্যাট বিক্রয় করে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ আত্মসাতের মামলায় ১৪ প্রতারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তারা হলেনমো. আরাফাত, মো. মোমেন, শিহাব উদ্দিন, মোহাম্মদ নাজমুস সাকিব, মাহবুবুর রহমান, এএসএম রফিকুল ইসলাম, এসএম সাইফুল ইসলাম, মোহাররামুল কবির, পিযুষ চন্দ্র রায়, সুরাইয়া বেগম, মোহাম্মদ শাহজাহান, জেসমিন মান্নান, শাহরিয়ার মাহমুদ ও রাশেদ হোছাইন। গতকাল বুধবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব আসামিদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।

বাদীর আইনজীবী ফয়সাল নূর আজাদীকে বলেন, আমাদের মক্কেলের দায়ের করা মামলা তদন্ত করে সম্প্রতি প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। এতে বলা হয়, জালজালিয়াতির মাধ্যমে বাদীর স্বাক্ষর নিজেরা দিয়ে সিটি স্ক্যাপ প্ল্যানার্স লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানি গঠন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং ফ্ল্যাট বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ আত্মসাত করেছে আসামিরা। এসব ঘটনায় বাদীর কোনো সংশ্লিষ্টতা নেই। পিবিআইয়ের প্রতিবেদনটির উপর আজকে (গতকাল) শুনানির দিন ধার্য ছিল উল্লেখ করে আইনজীবী বলেন, শুনানিতে আদালত প্রতিবেদনটি গ্রহণ করে ১৪ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে।

পূর্ববর্তী নিবন্ধলবণ মাঠে টিউবওয়েলে জ্বলছে আগুন
পরবর্তী নিবন্ধ৫ মাস পর আজ বাসায় ফিরছেন খালেদা জিয়া