সংসদ সদস্য এবং অধিনায়কত্ব দুটি দায়িত্বকেই চ্যালেঞ্জিং বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

প্রথমবারের মত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাগুরা১ আসন থেকে জিতে এসেছেন সাকিব আল হাসান। নির্বাচনের কারণে প্রায় এক মাসের মত ক্রিকেট অনুশীলন করতে পারেননি সাকিব। তাই নির্বাচনের দিন রাতেই মাগুরা থেকে চলে আসেন ঢাকায়। পরদিন শেরে বাংলা স্টেডিয়ামে করেছেন অনুশীলন। গতকাল দ্বিতীয় দিনের মত অনুশীলন করেছেন সাকিব। তবে গতকাল অনূশীলন করেছেন রংপুর রাইডার্সের নিজস্ব মাঠ বসুন্ধরা এরেনায়। কারন এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়েই খেলবেন সাকিব। আর সে জন্যই নিজেকে প্রস্তুত করছেন টাইগার অধিনায়ক। গতকাল অনুশীলনে সাকিবকে সাংসদ নাকি অধিনায়ক কোন নামে ডাকবেন জানতে চাইলে বিশ্বসেরা এই অল রাউন্ডার বলেন কোনোটিতেই সমস্যা নেই তার। তবে দুই দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জ যেন ঠিকই টের পেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার। তাইতো ভোটের ময়দানের ব্যস্ততা শেষ হতেই তিনি ফিরলেন ক্রিকেট মাঠের অনুশীলনে।

গতকাল সকালেও অবশ্য এসেছিলেন মিরপুরে । সেখানে কিছু সময় কাটিয়ে দুপুর গড়াতে সাকিব চলে যান বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে যোগ দেন বিপিএল দল রংপুর রাইডার্সের অনুশীলনে। শুরুতে হালকা দৌড়ানোর পর মিনিট বিশেক স্পিন বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেন জাতীয় দলের অধিনায়ক। গত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া আঙুলের ইনজুরি থেকে পুরোপুরি মুক্তি পাননি সাকিব। বাম হাতের তর্জনীতে এখনও ব্যান্ডেজ পেঁচানো। তাই বোলিংয়ে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে তার। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান ইনজুরির অবস্থার অগ্রগতি বেশ সন্তোষজনক। সাকিব বলেণ আগামী ১৯ জানুয়ারী থেকে বিপিএল শুরু হচ্ছে। প্রস্তুতি লাগবে। প্রায় আড়াই মাসের মতো হয়েছে আমি মাঠের বাইরে। এর মধ্যে কোনো ফিটনেসের কাজ করতে পারিনি। স্কিলের কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার জন্য সময় লাগবে। এ কারণেই আসলে সময় নষ্ট করতে চাইনি। টুর্নামেন্টের গত আসরে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করেছেন সাকিব। এবার দল বদলে সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছেন রংপুরে। তবে তিনিই দলের নেতৃত্ব দেবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের কাছেও নেই এই প্রশ্নের উত্তর। তিনি বলেন অধিনায়কত্বের বিষয়েতো রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদেরকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে। সেটাতো আমার মতামতের ওপর নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় মালিকদের ওপর র্নিভর করে তারা কাকে চায়। কীভাবে চায় এবং তারা সেভাবেই সব কিছু পরিকল্পনা করে।

এদিকে জাতীয় দলের টিটোয়েন্টি অধিনায়ক থাকবেন কিনা সাকিব সেটি নিশ্চিত করে বলা না গেলেও এগিয়ে চলার ধারাবাহিকতায় টিটোয়েন্টি দল আগামী জুনে বিশ্বকাপেও ভালো করবে বলে বিশ্বাস তার। তিনি বলেন টিটোয়েন্টিতে ধীরে ধীরে উন্নতি করছে বাংলাদেশ। গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি তারা সিরিজ জিতেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের মাঠে পেয়েছে প্রথম জয়। ড্র করেছে সিরিজ। সবমিলিয়ে গত বছর ১৪ টিটোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ১০টি আর হেরেছে তিনটি।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ফুটবল লিগ চান্দগাঁও ও রেলওয়ের জয়
পরবর্তী নিবন্ধহাফেজ হলো ১০ বছরের ইভা