নির্বাচনোত্তর প্রতিহিংসা

এস. এম. শাহ আলম | বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

একই এলাকার মানুষ একই এলাকায় থাকতে হয়, নির্বাচনোত্তর প্রতিহিংসা কারো কাম্য নয়। ভোটের কারণে পক্ষ বিপক্ষ অবস্থান সৃষ্টি হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। অতি উৎসাহী কিছু অবুঝ কর্মীদের কারণে নির্বাচনোত্তর বিশৃঙ্খলা লেগেই থাকে। এতে সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় যা কখনো উচিত নয়। এ ব্যাপারে এলাকায়র নির্বাচিত প্রার্থী, নেতা কর্মী ও মুরুব্বিদের জোরালো ভূমিকা থাকা দরকার। ছোট খাটো টুকটাক তর্কবিতর্ক হলে তা বড় আকার ধারণ করার আগে দ্রুত মীমাংসা করা জরুরি। যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে। বিচারহীনতা সমাজে বিশৃঙ্খলা ডেকে আনে। দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা এসব বিশৃঙ্খলা এড়িয়ে চলা বা এড়িয়ে যেতে চাইলে ঘুরে ফিরে নিজের কাঁধের উপর ভর করে, সেটা আজ হোক কাল হোক। সুতরাং পক্ষ বিপক্ষ হারজিত এসব ভুলে গিয়ে সবাই মিলেমিশে থাকা দরকার।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় শীতার্তদের রক্ষার আবেদন
পরবর্তী নিবন্ধবই উৎসব