রাউজানে বিষপানে নারীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

রাউজান হলদিয়া ইউনিয়নে ১ নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। গত ৭ জানুয়ারি বিকালে বিষপানকারী ওই নারীর নাম রিজিয়া বেগম (৪৫)। তিনি চানতলী গ্রামের প্রবাসী জালাল মিয়ার স্ত্রী।

ইউনিয়নের ৪ নম্বার ওয়ার্ডের মেম্বার সবুজ বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ওই নারী ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী।

৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে তিনি ভোট দিয়েছিলেন, বাড়িতে গিয়ে সন্ধ্যার দিকে বিষপান করলে পরিবারের লোকজন তাকে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে ভোর রাতে তিনি মারা যান। তবে কি কারণে বিষপান করেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধজাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব
পরবর্তী নিবন্ধচবিতে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠান