জামানত হারালেন তৃণমূল বিএনপির তৈমুর

| মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ১ আসনে ভোটে দাঁড়িয়ে জামানত খুইয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।

গতকাল সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, তৈমুর আলমের আসনে ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ ভোটারের বিপরীতে ২ লাখ ১২ হাজার ৬২৪ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট দেওয়ার হার ৫৫ দশমিক ১৪ শতাংশ। আসনটিতে ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৩৫টি। তৈমুর আলম পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তৈমুর আলম প্রদত্ত ভোটের মাত্র দেড় শতাংশ পেয়েছেন। খবর বাংলানিউজের।

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীকে তার আসনের মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হয়। এর চেয়ে কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত হারানোর বিধান আছে। এ প্রসঙ্গে জানতে তৈমুর আলম খন্দকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধবেতাগীতে সিদ্দিক-ই আকবর কনফারেন্স
পরবর্তী নিবন্ধনির্বাচন প্রতিহত করতে গিয়ে নৌকার ধাক্কায় বিএনপি এখন আইসিইউতে