প্রতিরক্ষামন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর জানতো না হোয়াইট হাউজ

| সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

অস্ত্রোপচার পরবর্তী জটিলতা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে। অন্তত কয়েকদিন এই খবর জানতোই না হোয়াইট হাউজ। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের অন্তত একজন কর্মকর্তা সে দেশে বিবিসির অংশীদার সিবিএস কে বলেছেন, ৭০ বছরের অস্টিনকে গত সোমবার ওল্টার রীড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছিল। যে খবর অন্তত বৃহস্পতিবার সকাল পর্যন্ত হোয়াইট হাউজ কে জানানো হয়নি। এ খবরের সত্যতা স্বীকার করে নিয়ে যোগাযোগের অভাবের দায় নিজের উপর নিয়েছেন অস্টিন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, আমি স্বীকার করছি, আমার বিষয়ে জনগণকে যথাযথ তথ্য দেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে আমি আরেকটু ভালোভাবে কাজ করতে পারতাম। ভবিষ্যতে আমি আরো সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকা পৌঁছেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
পরবর্তী নিবন্ধরুশ সেনাদের প্রশংসা করলেন পুতিন