পাকিস্তানকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ডেভিড ওয়ার্নার। বিদায়ী টেস্ট শুরুর দু্ইদিন আগে সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়ও। ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের মালিক ওয়ার্নার জানিয়েছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়ানডেকে বিদায় বলবেন তিনি। তবে এখনো টি–টোয়েন্টি ক্রিকেট নিয়ে কোনো মন্তব্য করেননি ওয়ার্নার। তবে বছরের প্রথম দিনের সেই সংবাদ সম্মেলনের বক্তব্য অনুসারে, সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় বেশ আগ্রহ ওয়ার্নারের। ওয়ার্নার জানিয়েছেন, মূলত বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সুবিধার জন্যই আন্তর্জাতিক খেলা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে মাঠের খেলা থেকে কখন অবসর নেবেন, সে বিষয়ে এখনো নিজের মতামত জানাননি এই অসি ওপেনার। ‘ফক্স’ ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন পরবর্তীতে আমার ভালো কোচ হওয়ার ইচ্ছে আছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আমি প্রথম আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করবো।