‘নীলচক্র’র শুটিং ১৫ জানুয়ারি

| সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

পরিচালক মিঠু খানের নতুন সিনেমা ‘নীলচক্র’। ছবিটি সমসাময়িক গল্প নিয়ে নির্মাণ করছেন তিনি। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও ভিন্ন কিছু আছে। এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড নায়ক আরিফিন শুভ। ‘মুজিব: একটি জাতির রূপকার’সিনেমা মুক্তির পর দেশ জুড়ে নায়ক নতুন করে আলোচনায় আসেন। অনেকেই প্রশংসা করেছেন তার অভিনয়ের। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন শুভ। ‘নীলচক্র’র শুটিং শুরু হবে নতুন বছরের ১৫ই জানুয়ারি। সিনেমাটির এক্সিকিউটিভ প্রোডিউসার শহীদুল ইসলাম অলি বলেন, নতুন বছরের ১৫ জানুয়ারি আমরা ক্যামেরা উন্মুক্ত করবো। ‘নীলচক্র’গল্প দর্শকের আগ্রহের তৈরি করবে। পুরান ঢাকাতে প্রথম শুটিং শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে শুটিং হবে। ঢাকা উত্তরা, গাজীপুরের পুবাইল এরপর রাঙ্গামাটিতে শুটিং হবে ছবিটির। ঢাকার বাইরে শুটিং শেষে পুনরায় লালবাগ কেল্লায় শুটিংয়ের মাধ্যমে বন্ধ হবে ক্যামেরা। আমাদের প্রস্তুতির কাজ প্রায় শেষ। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস যৌথভাবে করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। ইতিমধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নৌকার কর্মী-সমর্থকদের তোপের মুখে সামশুল হক
পরবর্তী নিবন্ধফের একসঙ্গে ‘দেওরা’ জুটি