বাঘাইছড়ির দুই কেন্দ্রে কোনো ভোটই পড়েনি

কাউখালীতে ভোট দিতে বাধা

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার কয়েকটি এলাকায় সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিয়েছে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। গতকাল দুপুরে এমন অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুই প্রু চৌধুরী।

তিনি বলেন, তার উপজেলার কলাপাড়া, নিম্ন কচুছড়ি, বরমাছড়ি, পানছড়ি, নাভাঙ্গা এলাকার সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে এবং ভোট প্রদানে বাধা প্রদান করছে সন্ত্রাসীরা। এসব ঘটনার জন্য তিনি প্রসীত গ্রুপের ইউনাইটেড পিপিলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন। এ প্রসঙ্গে ইউপিডিএফর সংগঠক অঙ্গ মারমা বলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠন। গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এদিকে বাঘাইছড়ি উপজেলার দুই কেন্দ্রে কোনো ভোটই পড়েনি বলে খবর পাওয়া গেছে। কেন্দ্র দুটি হচ্ছে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ৩১৯২ জন এবং ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১৪২ জন ভোটার। বঙ্গলতলী কেন্দ্রটি দুর্গম এলাকা এবং ভাইবোনছড়া কেন্দ্রটি হচ্ছে হেলিসর্টি কেন্দ্র। বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আলফাজ উদ্দিন বলেন, আমার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রটি দুর্গম এবং হেলিসর্টি এলাকা। এ কেন্দ্রের ভোটার ৩১৯২ জন। নিয়ম অনুসারে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে কোনো ভোটার কেন্দ্রে আসেননি। অন্য কেন্দ্র ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও দুর্গম এলাকায় হওয়ায় এবং নেটওয়ার্ক না পাওয়ায় সে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পুলিশের গাড়ি ভাঙচুর
পরবর্তী নিবন্ধভোট দিলেন মেয়র রেজাউল