পটিয়ায় ৮৫ কেন্দ্রে পুনঃভোট দাবি ইসলামী ফ্রন্ট প্রার্থী মতিনের

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১২ পটিয়া আসনে নৌকার কর্মী সমর্থক ও নেতাকর্মীদের আয়োজনে প্রহসনের নির্বাচন অনুষ্ঠান ও ব্যাপক জাল ভোটের অভিযোগ তুলে ৮৫টি কেন্দ্রে পুনঃভোট দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যান এম এ মতিন। তিনি গতকাল রবিবার আড়াইটার সময় পটিয়া উপজেলাস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিদেশী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য নির্বাচনে অংশ নিয়েছিলাম। এ ধরনের জালিয়াতি করা হবে তা কখনো কল্পনাও করিনি। ৮৫টি কেন্দ্রে নৌকার কর্মী সমর্থকেরা কেন্দ্র দখল করে জাল ভোট মেরেছে। আমাদের ৭০০ এজেন্টকে বের করে দেয়া হয়েছে। প্রশাসনকে বলার পরও একজন চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। যার কারণে তারা ভোটে প্রভাব ফেলেছে। তিনি বলেন, আমার কাছে দলের চেয়ে দেশের স্বার্থ গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনে অংশ নিয়েছি। আমি প্রধানমন্ত্রীসহ সবাইকে বিষয়টি জানাব। যদি এর কোনো ব্যবস্থা না হয় তাহলে দলের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেব। তিনি নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন আমার কাছে আপনি পরাজিত হবেন। এ সময় উপস্থিত ছিলেন, মোমবাতি প্রতীকের প্রধান এজেন্ট এম সোলায়মান ফরিদ, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব এম রেজাউল করিম তালুকদার, দলের পৌরসভা শাখার সভাপতি এয়ার মোহাম্মদ পেয়ারু, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইনসহ দলের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধকোলে চড়ে ভোট দিয়ে কাঁদলেন রাঙ্গুনিয়ার পক্ষাঘাতগ্রস্ত রোগী