চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে ভোট দিয়ে বাড়ি ফেরার পর করিম উল্লাহ (৮৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে তিনি মারা যান। করিম উল্লাহ উপজেলার ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলি নেওয়াজ সওদাগর বাড়ির বাসিন্দা।
স্বজনরা জানান, করিম উল্লাহ সকালে ঝুলনপোল বেনি মাধব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দিন বলেন, তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। বৃদ্ধ বয়সেও নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন। ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান নুরুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।