খাগড়াছড়িতে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকালে জেলার ১৯৬ টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।
পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে গাড়িতে করে ভোটারদের কেন্দ্রে যেতে দেখা গেছে। সকাল ৮ থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দেয়া শুরু করে। কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
সকাল ৮ টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঙালি পাড়া এলাকার আনসার ভিডিপি ক্লাব কেন্দ্রে দিয়ে ভোটারদের উপস্থিতি দেখা গেছে।
কেন্দ্রটিতে আসা নতুন ভোটার রিবিতা ত্রিপুরা জানান, আমি প্রথমবার ভোট দিতে এসেছি। এখন লাইনে দাঁড়িয়েছি। ভালো লাগছে।
ঐ কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিতে আসা লেমিকা ত্রিপুরা বলেন, আমি এখানে প্রথমবার ভোট দিতে এসেছি। ভোট দিব। লাইনে দাঁড়িয়ে আছি।
আনসার ভিডিপি ক্লাব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুচয়ন চাকমা জানান, ঠিক ৮ টা বাজে। আমরা ভোট গ্রহণ শুরু করেছি। ভোটার উপস্থিতি ভালো আছে। নারীদের ভোটারদের উপস্থিতি বেশি আছে। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৪শ ১৪ জন।
এদিকে সকাল ৮ টার পরে খাগড়াছড়ি দীঘিনালার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন ,মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। আমি কয়েকটি কেন্দ্রে গিয়েছি বেশ ভালো ভোটার উপস্থিতি রয়েছে। এছাড়া প্রশাসন খুব সর্তক আছে। ভোটাররা নিবিঘ্নে ভোট দিতে পারছে।