‘শাবনূরের প্রতি মুগ্ধতাটা অন্যরকম’

| রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

শাবনূরের ‘আনন্দ অশ্রু’সিনেমা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তখন মনে হতো তাকে যদি কখনো সামনাসামনি দেখতে পারতাম! তবে পরবর্তীতে ‘মা আমার চোখের মণি’ছবিতে তার ভাইয়ের চরিত্রে কাজ করতে পেরেছিলাম। এভাবেই কথাগুলো বলছিলেন চলতি প্রজন্মের চিত্রনায়ক নিরব হোসেন। নায়ক আরও বলেন, শাবনূর আমার কুর্মিটোলা শাহীন স্কুলের সিনিয়র আপু। আমরা একই স্কুলে পড়তাম। যদিও আমি তখন বেশ ছোট। তার চেয়েও বড় বিষয় হলো আমরা দু’জনই রাজবাড়ীর সন্তান।

সবমিলিয়ে শাবনূরের প্রতি মুগ্ধতাটা অন্যরকম। অভিনেত্রীর সিনেমায় ফেরার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন নিরব। তিনি বলেন, দেশের মানুষ আনন্দিত তিনি অভিনয়ে ফিরছেন। আপু দেশে আসার পর দেখা হয়নি। আশা করছি খুব দ্রুতই দেখা হবে। কোনো ভালো প্রস্তাব যদি আসে শাবনূরের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের ইচ্ছার কথাও জানান নিরব।

এদিকে নীরব বর্তমানে এফডিসিতে শুটিং করছেন ‘অপারেশন জ্যাকপট’সিনেমার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সিনেমা ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস। ছবিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নিরব বলেন, ছবিটি করতে গিয়ে আমার লম্বা চুল কেটে ফেলতে হয়েছে। প্রথমে কষ্ট লেগেছিল। পরে ভাবলাম চরিত্রের প্রয়োজনে করা যেতেই পারে।

পূর্ববর্তী নিবন্ধচলাফেরা করতে পারছেন না মীর!
পরবর্তী নিবন্ধক্রিকেট কোচেস অ্যাসো’র প্রীতি ম্যাচ ও মতবিনিময় ১৩ জানুয়ারি