প্রতিবছর জাতীয় ছড়া দিবস পালনের আহ্বান

স্বকাল শিশুসাহিত্য সংসদের সাহিত্য আসর

| রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৪:৫৫ পূর্বাহ্ণ

স্বকাল শিশুসাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় ছড়া দিবস উপলক্ষে আয়োজিত সাহিত্য আসরে শিশুসাহিত্যিকসাংবাদিক ও কবি রাশেদ রউফ বলেন, আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশে এমন কোনো দিন নেই দিবস হিসেবে উদযাপন হয় না। আমরা ঠিক করেছি একটা দিন ‘ছড়া দিবস’ হিসেবে উদযাপন করার। কোন দিন হতে পারে সেই ছড়া দিবস? সামগ্রিক বিবেচনায় বাংলাদেশের ছড়া সাহিত্যের ক্ষেত্রে যাঁর কোনো তুলনা হতে পারে না তাঁর জন্মদিনে এই ছড়া দিবস উদযাপিত হতে পারে। আমরা ছড়াকাররা ভেবেছি ‘ছড়া দিবস’ ৫ জানুয়ারি সুকুমার বড়ুয়ার জন্মদিনে উদযাপিত হবে। আজ প্রথমবার উদযাপন করা হলো। আমরা এই চট্টগ্রাম থেকেই ‘জাতীয় ছড়া দিবস’ ঘোষণা করছি। তিনি দেশবিদেশের ছড়াকারদের দিবসটি জাতীয়ভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, আগামী বছর থেকে আরও বিভিন্ন সংগঠন এই দিবস উদযাপন করবেন। ইতিহাসের অনেককিছুর শুরু চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের ছড়াকাররা ঐক্যবদ্ধভাবে প্রতি বছর ৫ জানুয়ারি জাতীয় ছড়া দিবস পালন করবে।

তিনি গত ৫ জানুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সভাপতিত্ব করেন। সঞ্চালক ছিলেন স্বকাল পরিচালক কবি অরুণ শীল। অনুষ্ঠানে ছড়াসন্ত সুকুমার বড়ুয়াকে নিবেদিত সাহিত্য আসরে তাঁর ছড়াসাহিত্য নিয়ে প্রবন্ধ পাঠ করেন কথাসাহিত্যিকসাংবাদিক বিপুল বড়ুয়া। আলোচনায় অংশ নেন, লেখক দীপক বড়ুয়া, লেখক উৎপলকান্তি বড়ুয়া, প্রাবন্ধিক নেছার আহমদ, কবি অমিত বড়ুয়া ও কবি আবুল কালাম বেলাল। পঠিত লেখার ওপর আলোচনা করেন কবি আজিজ রাহমান। অনুষ্ঠানে গল্প পাঠ করেন লেখক রুনা তাসমিনা। সুকুমার বড়ুয়াকে নিবেদিত ছড়া কবিতা পাঠে অংশ নেন ছড়াকার মিজানুর রহমান শামীম, ইফতেখার মারুফ, গোফরান উদ্দীন টিটু, লিটন কুমার চৌধুরী, অপু বড়ুয়া, রহমান রনী, শিপ্রা দাশ, প্রদ্যোত কুমার বড়ুয়া, সৈয়দা সেলিমা আক্তার, নূরনাহার নিপা, নান্টু বড়ুয়া, অপু চৌধুরী, সোমা মুৎসুদ্দী, রাসু বড়ুয়া, মো. সাহাব উদ্দীন হাসান বাবু, সাইফুল্লাহ কায়সার, সরওয়ার আরমান, মারজিয়া খানম সিদ্দিকা, শরণংকর বড়ুয়া, স্বর্ণা তালুকদার, নিজাম মুহাম্মদ, সেবাপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ, তানজিনা রাহী, পুষ্পিতা সেন, রেবেকা সুলতানা, নবারুণ কান্তি বড়ুয়া, রাদিয়া সাফরীন নাশরাহ প্রমুখ। অনুষ্ঠানে ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়া সম্পাদিত ‘ছন্দ ছড়ায় সুকুমার’ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ নিরাপত্তায় সেন্টমার্টিনে গেল ব্যালট পেপার
পরবর্তী নিবন্ধফটিকছড়িয়ে সাংবাদিক পরিচয়ে প্রতারণা