মহাসড়কে লোহার পাত, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৪:৫৯ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এবং মীরসরাই অংশের ৫০ কিলোমিটার এলাকার বিভিন্নস্থানে লোহার পাত পড়ে থাকতে দেখা যাচ্ছে। এসব লোহার পাত যানবাহনে ডুকে অনেক গাড়ি পাঙচার হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এতে ভোগান্তি পোহাতে হয়েছে গাড়ির চালক ও যাত্রীদের। গতকাল শুক্রবার রাত থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের চালক নুর হোসেন বলেন, বাস মীরসরাইয়ের মস্তাননগরে আসার পর হটাৎ গাড়ি চাকা পাঙচার হয়ে যায়। এরপর গাড়ি থামিয়ে দেখি, চাকার ভেতর লোহার ত্রিভুজ সুচালো আকৃতির ধারালো এ্যাঙ্গেল ডুকে গেছে। পরে আরেকটি চাকা লগিয়ে প্রায় ১ ঘণ্টা পর রওয়ানা দিই। আমার ও যাত্রীদের সময় নষ্ট হয়েছে।

জানা গেছে, বিএনপির ডাকে টানা হরতালের আগের রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মীরশ্বরাই অংশের একাধিক জায়গায় দুই-চারটি ত্রিভুজ আকৃতির লোহার পাত ঝালাই করে রাস্তায় পড়ে থাকে। এতে গাড়ির চাকা পাংচার হয়ে ক্ষতিগ্রস্ত হয়।

গাড়ির মালিক কামরুল ইসলাম চৌধুরী জানান, মহাসড়কে উদ্দেশ্যমূলকভাবে লোহার পাতা ফেলে রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এতে গাড়ীর চাকা নষ্ট হওয়ায় চালকদের নিদারুণ কষ্ট সহ্য করতে হচ্ছে।

নিজামপুর এলাকায় চাকা মেকানিক রিপন মিয়া বলেন, অদ্ধুদ ধরনের একটি ধাতব। অনেক গাড়ির চাকা পাঙচার হয়েছে। আমার দোকানে বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসা হয়েছে চাকা মেরামতের জন্য।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে মহাসড়কের বিভিন্ন অংশে এই ঘটনা ঘটেছে। যেখান থেকে খবর পেয়েছি, সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিষয়টি নাশকতা কি-না বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবোনের বাড়িতে বেড়াতে যাওয়া হলো না মরিয়মের
পরবর্তী নিবন্ধম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে চাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোতালেবের সমর্থককে লাখ টাকা জরিমানা