দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া উপজেলায় ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্তদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়। যা ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে।
জানা যায়, চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া উপজেলায় ৬৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চিহ্নিত করা হয়েছে কম ঝুঁকিপূর্ণ ৩৩টি ও ঝুঁকিপূর্ণ ৯টি কেন্দ্র।
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হল- পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়, পশ্চিম পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিয়াদিরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরম্বা ছিদ্দিকীয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, নোয়ারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাউজান নিজতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়হাতিয়া কমিউনিটি সেন্টার, চাকফিরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনতি হাফিজিয়া আদর্শ মাদ্রাসা, নারিশ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিবিলা পশ্চিম তাঁতী পাড়া আমতলী পুকুর পাড় ফোরকানিয়া মাদ্রাসা, সড়াইয়া এবতেদায়ী মাদ্রাসা, পহরচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আধুনগর উচ্চ বিদ্যালয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, নির্বাচনকে ঘিরে উৎসব উৎসব ভাব বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কাজ করছি। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে দিয়ে ভোটাাধিকার প্রয়োগ করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও র্যাব দায়িত্বপালন করবে। নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে মোবাইল টিম কাজ করবে। থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ভোটাররা কেন্দ্রে গিয়ে নিরাপদে যেন ভোট দিতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এবার লোহাগাড়ায় মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৬০৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ৯ হাজার ৪৬০ জন। মোট ভোট কেন্দ্র ৬৪টি। ভোট কক্ষের সংখ্যা ৫২৩টি। এরমধ্যে স্থায়ী ৪৯৯টি ও অস্থায়ী ২৪টি।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন (নৌকা), স্বতন্ত্রপ্রার্থী আব্দুল মোতালেব (ঈগল), জাতীয় পার্টির মো. ছালেম (লাঙ্গল), বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ সোলাইমান কাসেমী (হাতঘড়ি), মুক্তিজোটের মো. জসিম উদ্দিন (ছড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলী হোসাইন (মোমবাতি) ও ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ হারুন (মিনার)।