‘একতরফা’ নির্বাচন বর্জন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি চলছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
তবে হরতালের আগের রাতে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে লোহার ত্রিভুজ আকৃতির ধারালো এঙ্গেল (স্পাইক) ফেলে যায় দুর্বৃত্তরা। যেগুলো মূলত ব্যবহৃত হচ্ছে গাড়ির চাকায় হুল ফোটানোর কাজে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় সৌদিয়া পরিবহনসহ বেশ কয়েকটি নোহা গাড়ির যানবাহনের চাকা নষ্ট হয়ে যায় গতকাল।
গাড়ির বেশ কয়েকজন চালক জানান, দুর্বৃত্তরা নাশকতার নতুন কৌশল বেছে নিয়েছে। তারা সড়কে স্টার আকৃতির লোহার পাত (স্পাইক) ফেলে যাচ্ছে। যাতে গাড়ির চাকা পানচার হয়ে গাড়ি চলাচল করতে না পারে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মন্তাননগর চলমান ফিলিং স্টেশন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলঘর এলাকায় এই লোহার পাত গুলো পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে মীরসরাই সার্কেল এসপি মনিরুল ইসলাম জানান, এটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্দেহভাজন ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে আজ শনিবার সকাল থেকে মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহনের উপস্থিতি দেখা গেলেও তা অন্য দিনের তুলনায় খুবই কম।
সড়কে গাড়ি কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেককেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।
তবে নিজ নিজ গন্তব্যে যেতে সাধারণ মানুষ গণপরিবহনকে বেছে নিলেও আতঙ্কিত হওয়ার কথাও জানান তারা।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাশকতার আশঙ্কাও করেন অনেক যাত্রী। নিজেরাই গাড়ির জানালার গ্লাস বন্ধ করে রাখছেন তারা।
গাড়ি জন্য অপেক্ষা করা যাত্রী কমল পাটোয়ারী বলেন, সকাল সকাল ৮টা থেকে গাড়ি জন্য আধা ঘন্টা অপেক্ষা করে বাস না পেয়ে প্রাইভেট কারে করে জরুরি কাজ থাকায় চট্টগ্রাম শহরে যাচ্ছি।
বারইয়ারহাট টু মাদারবাড়ি রুটের উত্তরা বাসের চালক সুশান্ত বলেন, ‘সকালের উত্তরা বাস নিয়ে বের হয়েছি। সড়কে বাস কম থাকে হরতাল থাকায়। এ কারণে যাত্রী কমেছে, তবে বেলা বাড়লে যাত্রীও বাড়বে।’