তামিম ইকবাল একজন ক্রিকেটারই শুধু নন। তিনি সতীর্থ ক্রিকেটার এবং পরিচিতজনদের জন্য একজন বড় সহযোগী। দেশের ক্রিকেটারদের মধ্যে সবচাইতে দামি ব্যাট দিয়ে খেলেন তামিম। শুধু যে নিজে খেলেনে তা কিন্তু নয়। সতীর্থ এবং অনুজদেরও এই ব্যাট উপহার দিয়ে থাকেন তামিম। গতকাল যেমনটি দিলেন বিশ্বকাপ খেলতে যাওয়া যুব দলের ক্রিকেটারদের। এশিয়া কাপের সময় তামিমের কাছ থেকে ব্যাট কেনার ইচ্ছের কথা জানিেয়ছিলেন কয়েকজন ক্রিকেটার। তাদের এই চাহিদার কথা পরে জানানো হয় বিসিবিকে। সেখান থেকেই পরে সব ক্রিকেটারের জন্য একটি করে ব্যাটের ব্যবস্থা হয়। যুব দলের ম্যানেজার সানোয়ার হোসেন বলেন তামিম যেহেতু সিএ এর সঙ্গে চুক্তিবদ্ধ। এজন্য তার মাধ্যমে সবার জন্য ব্যাট আনা হচ্ছে। তামিম শুক্রবার নিজেই সেগুলো ক্রিকেটারদের হাতে তুলে দেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাট ব্যবহার করেন তামিম। তার মতো একই মানের ব্যাট দিয়ে বিশ্বকাপ খেলবেন যুবারা। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ। তামিম জানান কয়েকজন যুব ক্রিকেটারকে তিনি উপহার হিসেবে ব্যাট দেওয়ার চিন্তা করছিলেন। পরে ভাবলেন এই কয়টা ব্যাট দিয়ে কি হবে। তাই তামিম নিজেই সি এ কোম্পানীর কাছ থেকে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলতে যাওয়া ১৫ জন ক্রিকেটারের জন্য ব্যাটের ব্যবস্থা করে দেন। যা তরুণ ক্রিকেটারদের অনুপ্রানিত করবে ভাল খেলার। তামিম নানা সময় নানা ক্রিকেটারকে দামি ব্যাট, গ্লাভস, প্যাড সহ নানা সরঞ্জাম উপহার দিয়ে থাকেন। কয়েক বছর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক সদস্যের ব্যাট চুরি হয়ে যায় এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে। দল দেশ ছাড়ার একদিন আগে নিজের একটি ব্যাট দিয়ে দেন সেই নারী ক্রিকেটারকে। এরকম অনেক নজির রয়েছে তামিমের। যার সবশেষ সংযোজন বিশ্ব্কাপ খেলতে যাওয়া অনূর্ধ্ব–১৯ ক্রিকেটারদের হাতে দামি ব্যাট তুলে দেওয়া। তামিমের কাছ থেকে এমন ব্যাট উপহার পেয়ে দারুন খুশি তরুন ক্রিকেটাররা। এই ব্যাট দিয়ে তারা এখন দেশের জন্য ভাল কিছু করতে চায়। বারবার এ ধরনের মহানভবতা দেখানো তামিম এবার যেন আরো বড় কিছু করে দেখালেন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। তাইতো তামিম অণ্যদের থেকে আলাদা ।