শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদরাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
যারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মাদরাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ করেছেন। চট্টগ্রামের সর্বস্তরের আলেম ওলামা মাশায়েখগণের আয়োজনে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে শান্তি, অগ্রগতি ও উন্নয়নের পক্ষে আলেম ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী নওফেল উপরোক্ত কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী।
বিশেষ অতিথি ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মুহাম্মদ আহসান সাইয়েদ, অধ্যক্ষ মুফতী মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী, শাইখুত তাফসির আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আলকাদেরী, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জুলফিকর আলী, কমিশনার নুরুল মোস্তফা টিনু,্ব কাজী ইউসুফ আলী চৌধুরী, ছাত্র নেতা মুহাম্মদ ফরহাদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন – অধ্যক্ষ আল্লামা আবু ছালেহ মোহাম্মদ সলিম উল্লাহ, আল্লামা শফিউল আলম নেজামী, আল্লামা মুহাম্মদ আমির হোসাইন আনোয়ারী, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ, অধ্যক্ষ তোয়াহা মুহাম্মদ মোদাচ্ছির, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ছালেহ আহমদ আনছারী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, আল্লামা মুহাম্মদ আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ রিদোয়ানুল হক হক্কানী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল হান্নান, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ রফিক উদ্দিন ওসমানী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ নাছির উদ্দিন তৈয়বি, মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, হাজী মোহাম্মদ ইব্রাহীম, কাজী মোহাম্মদ সরওয়ার আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।