প্রখ্যাত ছুফি সাধক হযরত শাহ সুলতানুল আউলিয়ার (ক.) খোশরোজ ও বেছাল বার্ষিকী উপলক্ষ্যে গত ১ জানুয়ারি বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়েছে। পটিয়াস্থ সুলতান ভাণ্ডার দরবারে আয়োজিত মাহফিলে অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবারের গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন ও আওলাদ সৈয়দ শাহাদাত উদ্দিন, সৈয়দ নজরুল হুদা, সৈয়দ নাফিসুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন মহাত্মা সম্মেলনের আয়োজক ও চট্টগ্রাম দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।
সুলতান ভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন শাহছুফি হযরত ডাঃ মাওলানা এয়াকুব আলীর (মা.) সভাপতিত্বে মাহফিলে বিশেষ তকরির করেন গোমদণ্ডি দরবারের নায়েব সাজ্জাদানশীন শাহছুফি হযরত মওলানা ছৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী (মা.) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।