‘জাতীয় শিক্ষাক্রম– ২০২২ বিস্তরণ’ বাস্তবায়নের লক্ষে সপ্তাহব্যাপি প্রশিক্ষণ শেষে সৈয়দপুর হাসান–শাহীনুর একাডেমীতে প্রশিক্ষণ পরবর্তী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে একাডেমীর হলরুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমেদের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ তাদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, এ শিক্ষাক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলবে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও মূল্যবোধ জাগ্রত করণের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমেদ স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজকে নতুন শিক্ষা কারিকুলামের ইতিবাচক দিকগুলো শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে তুলে ধরার জন্য এবং এ শিক্ষা কারিকুলামকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য নিজ নিজ অবস্থান থেকে সুদক্ষভাবে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।