চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অদ্বৈত–অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ৩ জানুয়ারি দিবাগত মধ্যরাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপানন্দ পুরী মহারাজের উপস্থিতিতে হাজারী লেইন, টেরিবাজার, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, জামালখান, কাজীর দেউড়ি, ওয়াসা মোড়, গোলপাহাড় মোড়, চমেক হাসপাতাল এলাকা, চকবাজারসহ রাস্তার পাশে থাকা অসহায় দরিদ্ররা কম্বল পেয়ে খুশি হন। শীতার্তদের কম্বল তুলে দেন মিশনের সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, সহ–সম্পাদক বিধান ধর, সাংগঠনিক সম্পাদক এড. সুজন কান্তি দে, সহ অর্থ সম্পাদক বাঁশীরাম দে, সুজিত হাজারী, সহ সাংস্কৃতিক সম্পাদক অমিত সেনগুপ্ত, সহ আইন বিষয়ক সম্পাদক এড. মধুসুদন দাশ, বাবলু ধর, সমীরণ, তন্ময় দাশ প্রমুখ। যারা এই মহৎ কর্মে শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অদ্বৈত–অচ্যুত মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী।
সরফভাটা ইউনিয়ন পরিষদ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব শীতবস্ত্র দেয়া হয়। সম্প্রতি পশ্চিম সরফভাটায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উত্তরজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মাস্টার, সিনিয়র সহ সভাপতি সামশুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব, আওয়ামী লীগ নেতা নবীর হোসেন তালুকদার, খোরশেদ হায়দার খোকন, মোহাম্মদ হোসেন, নাছির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গণি সরফী, খোরশেদ আলম সুজন, সিরাজুল ইসলাম, ডা. আবুল ফজল, জমির হোসেন, হোসনে আরা বেগম, ইদ্রিচ আলম, মোহাম্মদ মুনছুর, সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ইউসুফ, ইউপি সদস্য মাহবুব আলম, নুরুল আলম, শিরীন আক্তার, মোহাম্মদ রফিক, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নাজের, মোহাম্মদ মনজু, সামশুল আলম, মোহাম্মদ মোজাহের, মোহাম্মদ সাগর, মোহাম্মদ জালাল, মোহাম্মদ ইব্রাহীম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সারেক, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ রহমত প্রমুখ।