জাপানে ভূমিকম্পের ৭২ ঘণ্টা পরও নিখোঁজ প্রায় ২৫০

| শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে জীবিতদের সন্ধানের গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা সময় পার হয়ে গেছে। এখনও নিখোঁজ রয়েছে ২৪২ জন মানুষ।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসলেও উদ্ধারকাজ থেমে নেই। বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সেস উদ্ধার ও ত্রাণকাজে অংশ নেওয়া সেনার সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ৪ হাজার ৬০০ করেছে। খবর বিডিনিউজের।

গত সোমবার জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামায় সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া বিভাগ। এমন সতর্কবার্তার ঘণ্টাখানেক পর ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের উপকূলে ৩ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। ভূমিকম্পে ধসে যাওয়া বাড়িঘরের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের অধিকাংশ সুজু ও ওয়াজিমা শহরের বাসিন্দা। শহর দুটির কাঠের বাড়িঘর শক্তিশালী ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি। লাখো মানুষ এখানও পানি ও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। তাছাড়া, ভূমিধসের কারণে রাস্তা বন্ধ থাকায় কয়েকশ’ মানুষের কাছে কোনও ত্রাণ সহায়তা পৌঁছানো যায়নি। গতকাল শুক্রবার দুর্যোগে সাড়াদান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, আমরা হাল ছাড়ব না। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাওয়ার সব ধরনের চেষ্টা করতে উদ্ধার ও ত্রাণকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ভোট গ্রহণে প্রস্তুত ৯৫ কেন্দ্র
পরবর্তী নিবন্ধকক্সবাজার এক্সপ্রেসের প্রথম মাসে আয় ৫ কোটি টাকার বেশি