লোহাগাড়ায় মরিচ ক্ষেতে বন্যহাতির তাণ্ডব

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে বন্যহাতির তাণ্ডবে প্রায় ১০০ শতক মরিচ ক্ষেত নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রশিদের ঘোনার কুলপাগলি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইলিয়াছ চৌধুরী জানান, কুলপাগলি মৌজায় তার খতিয়ানভুক্ত ২০০ শতক জমিতে মরিচ চাষ করেন। ইতোমধ্যে মরিচের ফলনও হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে একদল বন্যহাতি তার মরিচ ক্ষেতে তাণ্ডব চালায়। যার ফলে প্রায় ১০০ শতক জমির মরিচ ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ জানান, কুলপাগলি এলাকায় প্রায় সময় বন্যহাতি তাণ্ডব চালিয়ে কৃষকের ক্ষেত খামার নষ্ট করে দিচ্ছে। বন্যহাতির তাণ্ডব থেকে কৃষকের ক্ষেত খামার রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জরুরি।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসাইন জানান, বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষক বিধিমোতাবেক আবেদন করলে তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণ দিবে সরকার।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের প্রথম এনাটমি মিউজিয়াম চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধজনবিচ্ছিন্ন আওয়ামী লীগের জাল ভোটই একমাত্র সম্বল